
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল আমদানি অব্যাহত রাখলে ভারতের ওপর শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন। রোববার (৪ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, রাশিয়ার তেল নিয়ে তাকে খুশি রাখা ভারতের জন্য গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদি খুব ভালো মানুষ। তিনি জানতেন আমি খুশি নই। আমাকে খুশি করা গুরুত্বপূর্ণ। তারা বাণিজ্য করে এবং আমরা খুব দ্রুত তাদের ওপর শুল্ক বাড়াতে পারি।”
ভেনেজুয়েলার ওপর মার্কিন হামলার প্রেক্ষিতে তেলের বিষয়টি আবারও ভূ-রাজনীতির কেন্দ্রে উঠে এসেছে। ভেনেজুয়েলার প্রমাণিত তেলের মজুদ বিশ্বের সর্ববৃহৎ, যার পরিমাণ ৩০৩ বিলিয়ন ব্যারেলেরও বেশি।
সম্প্রতি ট্রাম্প ও মোদির মধ্যে টেলিফোনে কথা হয়। উভয় নেতা চলমান শুল্ক-সংক্রান্ত উত্তেজনার মধ্যেও দ্বিপাক্ষিক বাণিজ্যের গতি বজায় রাখার গুরুত্বে জোর দেন।
মোদীর সঙ্গে কথোপকথনের কয়েক দিন আগে ট্রাম্প ভারতীয় চাল আমদানিতে নতুন শুল্ক আরোপের হুমকি দেন। হোয়াইট হাউসের একটি গোলটেবিল বৈঠকে একজন মার্কিন কৃষক প্রতিনিধির অভিযোগ উত্থাপনের পর এই সতর্কবার্তা প্রদান করা হয়।