
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ ও মুলাদী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি নির্বাচনি প্রচারণার খরচ পূরণের জন্য সাধারণ মানুষের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন।
রোববার (৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিওবার্তায় ব্যারিস্টার ফুয়াদ এই আবেদন জানান।
ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন। আমি বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে নির্বাচন করছি। নদীবেষ্টিত প্রত্যন্ত ও প্রান্তিক অঞ্চলে প্রচারণার খরচ মেটাতে আপনাদের দোয়া ও আর্থিক সহায়তা চাই।”
তিনি আরও বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই সনদের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ নির্মাণের সংগ্রাম চলছে। এই লড়াইকে শত শত শহীদের রেখে যাওয়া আমানত হিসেবে উল্লেখ করে তিনি লেখেন, “আসুন, সকলে মিলে শহীদ ওসমান হাদির দায় ও দরদের বাংলাদেশ গড়ি। ইনসাফ ও আজাদির লড়াই অব্যাহত রাখি।”
ভিডিওবার্তায় ব্যারিস্টার ফুয়াদ জানান, জনতার অর্থে জনমুখী রাজনীতি প্রতিষ্ঠা করতে যারা সহায়তা করতে চান, তারা তার প্রদত্ত বিকাশ, নগদ ও ব্যাংক হিসাব নম্বরে অনুদান পাঠাতে পারেন।
উল্লেখ্য, এর আগে ড. তাসনিম জারাসহ কয়েকজন প্রার্থীও সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আর্থিক সহায়তার আবেদন করেছেন এবং ব্যাপক সাড়া পেয়েছেন। রাজনৈতিক অঙ্গনে এটি নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।