
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় মাঠে জুলাই আন্দোলনের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
গায়েবানা জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে অশ্রুসিক্ত কণ্ঠে বিশ্ববিদ্যালয়ের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জাহিদ হাসান জয় বলেন, আধিপত্যের বিরুদ্ধে কণ্ঠস্বর ছিলেন আমাদের প্রিয় হাদি ভাই। তিনি তার জীবন দিয়ে যে প্রতিবাদ রেখে গেছেন, তা আমাদের জন্য অনুপ্রেরণা। তার চলার পথে কিংবা বেরোবিতে আসাকালীন কারও কষ্ট হয়ে থাকলে, সবাই যেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন এবং তার জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন।
তিনি অন্তর্বর্তী সরকারের কাছে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, শহীদ ওসমান হাদি জুলাই বিপ্লবের একজন অন্যতম নায়ক। আধিপত্যের বিরুদ্ধে তিনি যে সাহসিকতা দেখিয়েছেন, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বেরোবির মাটিতে শহীদ আবু সাঈদ বইমেলার সময় তার সঙ্গে একই মঞ্চে থাকার স্মৃতি আজও চোখের সামনে ভাসে। একসঙ্গে চলাফেরা করেছি, খেয়েছি—আজ সে আমাদের মাঝে নেই।
তিনি আরও বলেন, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সে জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। আল্লাহ তাআলা যেন তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন এবং তাকে জান্নাতবাসী করেন। দল-মত নির্বিশেষে সবাই তার জন্য দোয়া করি। দেশের স্বার্থ রক্ষায় আমাদের সবাইকে অগ্রণী সৈনিক হিসেবে ঐক্যবদ্ধ থাকতে হবে।
উল্লেখ্য, জুলাই আন্দোলনের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গত শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরবর্তীতে গত সোমবার তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি মারা যান।