
গাজীপুরের পূবাইলে একটি প্যাকেজিং কারখানায় হঠাৎ ছড়িয়ে পড়া আগুনে আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে। আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট একযোগে কাজ করছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের বসুগাঁও এলাকায় সজন ফিলিং স্টেশনের পাশের দিশারী প্যাকেজিং কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিকেল ৩টার দিকে কারখানাটিতে আকস্মিকভাবে আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। শুরুতে শ্রমিক ও আশপাশের লোকজন নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
সংবাদ পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি এবং গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গাজীপুরের উপসহকারী পরিচালক মো. মামুন বলেন, “কারখানা ভবনটি মূলত স্টিলের কাঠামোর (ইসপাত) তৈরি। আগুনের তীব্রতায় ভবনটি যে কোনো সময় ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে।”
তিনি আরও জানান, “আমাদের ৫টি ইউনিট নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। তবে এখনো আগুনের সঠিক কারণ জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আমাদের কাছে নেই।”
সর্বশেষ পাওয়া তথ্যে জানা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা চারদিক থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। তবে কারখানার ভেতরে বিপুল পরিমাণ দাহ্য সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পরিস্থিতি জটিল করে তুলেছে।