
দীর্ঘ নির্বাসনের অবসান ঘটিয়ে দেশে ফেরার পথে আরেক ধাপ এগোলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর তার দেশে ফেরার জন্য প্রয়োজনীয় ট্রাভেল পাস সংগ্রহ করেছেন তিনি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে তারেক রহমান ট্রাভেল পাস গ্রহণ করেন। এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তিনি এ জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক কারণে দীর্ঘদিন লন্ডনে অবস্থানরত তারেক রহমানের বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তা আর নবায়ন করা হয়নি। সরকার পতনের পর সুযোগ থাকলেও তিনি পাসপোর্ট নবায়নের আবেদন করেননি। ফলে বর্তমান পরিস্থিতিতে দেশে ফিরতে তাকে ট্রাভেল পাস ব্যবহার করতে হচ্ছে।
এদিকে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নেতাকর্মীদের ঢাকায় যাতায়াত সহজ করতে বিশেষ ট্রেন ও বগি রিজার্ভের আবেদন জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দলের পক্ষ থেকে রেল মন্ত্রণালয়ে এ সংক্রান্ত চিঠি পাঠান সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
জানা গেছে, প্রায় ১৮ বছরের নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। সেদিন সকাল ১১টা ৫৫ মিনিটের দিকে তাদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
অন্যদিকে তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে বিএনপি গঠিত অভ্যর্থনা কমিটি প্রস্তুতিমূলক কাজ চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে রুহুল কবির রিজভী বলেন, “তারেক রহমানের দেশে ফেরাটা হবে ঐতিহাসিক।” তিনি আরও জানান, এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে অভ্যর্থনা কমিটি সক্রিয়ভাবে কাজ করছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।