
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, জুনে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা তাদের পারমাণবিক স্থাপনাগুলিতে “গুরুতর ক্ষতি” করেছে, তবে এতে তাদের পারমাণবিক কর্মসূচি থামানো সম্ভব হবে না।
অক্টোবর মাসে আল জাজিরার ‘ফল্ট লাইনস’ ডকুমেন্টারি প্রোগ্রামের এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আরাঘচি সংবাদদাতা হিন্দ হাসানকে বলেন, “বোমা হামলার মাধ্যমে প্রযুক্তি নির্মূল করা যাবে না। আমাদের বৈজ্ঞানিক জ্ঞান অক্ষুণ্ণ রয়েছে।”
ইরান যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান কূটনৈতিক অচলাবস্থায় আটকে আছে এবং শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দাবি বহাল রাখছে, তখন আরাঘচি জানিয়েছেন যে ইউরোপীয় স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞাগুলি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) সঙ্গে ভবিষ্যতের সহযোগিতাকে দুর্বল করেছে। তিনি বলেন, “আমরা ভবিষ্যতে কীভাবে সহযোগিতা করব তা পুনর্বিবেচনা করব।”
আরাঘচি জোর দিয়ে বলেন, “কূটনীতি আমাদের অগ্রাধিকার। তবে ইরান যদি আবার হামলার শিকার হয়, আমরা পাল্টা লড়াই করতে প্রস্তুত।” তিনি আরও উল্লেখ করেন, “তেহরান কখনও মার্কিন যুক্তরাষ্ট্রকে সৎ আলোচনার অংশীদার হিসেবে বিশ্বাস করেনি। তবে যদি উভয় পক্ষ একে অপরের অধিকারকে সম্মান করে এবং সমতার ভিত্তিতে পারস্পরিক স্বার্থের দিকে অগ্রসর হয়, তবে আমরা কূটনৈতিকভাবে সম্পৃক্ত হতে প্রস্তুত।”
সূত্র: আল জাজিরা