
ইরাকে দীর্ঘ ৩৫ বছরের বিরতির পর আবারও বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইউরোপীয় বিমান অবতরণ করেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গ্রিসের এজিয়ান এয়ারলাইন্স পরিচালিত একটি ফ্লাইট এ ইতিহাস সৃষ্টি করে।
ইরাকের পরিবহন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই ফ্লাইটের আগমন 'ইরাকের জন্য ইউরোপীয় বিমান চলাচলের মানচিত্রে প্রত্যাবর্তনের' ইঙ্গিত দেয় এবং দেশটির বিমান খাতের পুনর্জাগরণের নতুন অধ্যায়ের সূচনা করে।
মন্ত্রণালয় উল্লেখ করেছে, ১৯৯০-এর দশকের শুরুর দিকে সাদ্দাম হোসেন কুয়েত আক্রমণ করলে সেই সময় থেকে ইউরোপীয় বিমান সংস্থাগুলো সরাসরি বাগদাদে ফ্লাইট পরিচালনা করেনি। ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের মাধ্যমে সাদ্দামের পতনের পর দেশটি গৃহযুদ্ধ, সাম্প্রদায়িক সহিংসতা ও সশস্ত্র গোষ্ঠীর উত্থানের কারণে দীর্ঘ সময় অস্থিতিশীল হয়ে পড়ে।
কয়েক দশক অস্থিরতার পর সম্প্রতি ইরাক স্থিতিশীলতার দিকে ফিরে আসতে শুরু করেছে। দেশটির সরকার বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করে অর্থনীতি শক্তিশালী করার চেষ্টা করছে।
পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বাগদাদ-এথেন্স-বাগদাদ রুটে সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালনা করা হবে এবং চাহিদার ওপর ভিত্তি করে আরও ফ্লাইট যোগ করার সম্ভাবনা রয়েছে।