
দক্ষিণ আমেরিকায় উত্তেজনা বাড়িয়ে ভেনেজুয়েলার বিরুদ্ধে নৌ অবরোধ আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, মার্কিন সেনারা দেশটিকে চারদিক থেকে ঘিরে ফেলেছে।
ট্রাম্প জানান, নৌ অবরোধ কার্যকর হওয়ায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা কোনো তেলবাহী ট্যাংকার এখন থেকে ভেনেজুয়েলার জলসীমায় প্রবেশ বা সেখান থেকে বের হতে পারবে না।
স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার ইতিহাসে জড়ো করা সবচেয়ে বড় নৌবহরের মাধ্যমে অবরুদ্ধ। আমাদের সম্পদ চুরি, মাদক চোরাচালান, মানব পাচার এবং সন্ত্রাসবাদসহ অন্যান্য কারণে ভেনেজুয়েলার সরকারকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “আর এ কারণে, আজ থেকে আমি নিষেধাজ্ঞাপ্রাপ্ত সব তেলবাহী ট্যাংকার ভেনেজুয়েলায় যাওয়া এবং আসার ক্ষেত্রে অবরোধ আরোপের নির্দেশ দিয়েছি।”
ট্রাম্পের ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা সরকার। তাদের ভাষ্য, যুদ্ধবাজ ট্রাম্প নৌ অবরোধের মাধ্যমে ভেনেজুয়েলার একমাত্র মালিকানাধীন প্রাকৃতিক সম্পদ চুরির চেষ্টা করছেন।
এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড একটি ভেনেজুয়েলান তেলবাহী ট্যাংকার জব্দ করে। সে সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বলেছিলেন, বিশ্ববাসী যুক্তরাষ্ট্রের এই দস্যুতা ও তেল লুণ্ঠনের বিরুদ্ধে জেগে উঠবে। তিনি ওই ট্যাংকার জব্দকে ‘চুরি’ হিসেবে আখ্যা দেন।
মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলার উপকূল থেকে জব্দ করা ট্যাংকারটি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে জাহাজটির তেল খালাস করা হবে।
সূত্র: আলজাজিরা