
হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে সরাসরি ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের শাসনামলের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতেই এই ভাষণ দেবেন তিনি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “আমাদের দেশের জন্য এটি একটি দুর্দান্ত বছর ছিল এবং সেরাটি এখনো আসতে বাকি! আমি তাহলে তোমাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
ফক্স নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, পূর্ব যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৯টায় ভাষণটি সম্প্রচার করা হবে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানান, ভাষণে ট্রাম্প তার ক্ষমতায় আসার পর প্রথম ১১ মাসের অর্জনের পাশাপাশি আগামী তিন বছর যুক্তরাষ্ট্রের জনগণের জন্য কীভাবে কাজ চালিয়ে যাবেন, সে পরিকল্পনাও তুলে ধরবেন।
এ বিষয়ে হোয়াইট হাউসে সাংবাদিকদের লিভিট বলেন, “এটি সত্যিই একটি ভালো বক্তৃতা হতে চলেছে। তিনি গত ১১ মাসের সাফল্য সম্পর্কে অনেক কথা বলবেন- আমাদের দেশকে আবারও মহান করে তোলার জন্য তিনি যা করেছেন।”