
দুই প্রতিবেশী দেশের উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান আবারও দ্বিমুখী নিরাপত্তা সংকটে পড়তে পারে বলে সতর্ক করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তার দাবি, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হোক—এটি ভারতের মনোভাব নয়। ফলে দেশটি এখন ‘দুই ফ্রন্ট’ থেকেই হামলার আশঙ্কা মোকাবিলা করছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সামা টিভির এক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন। খাজা আসিফ বলেন, আফগানিস্তানের ভেতর থেকে পাকিস্তানে অনুপ্রবেশের ঘটনা ঘটছে এবং এতে ভারতের মদত রয়েছে।
তার ভাষায়, “সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, চীনসহ অন্যান্য দেশ চায় সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ বন্ধ হোক। আফগানিস্তান সন্ত্রাসীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে।”
ভারতের সেনাপ্রধানের সাম্প্রতিক মন্তব্য নিয়েও কঠোর অবস্থান তুলে ধরেন তিনি। খাজা আসিফ বলেন, “পাকিস্তান কোনোভাবেই ভারতকে বিশ্বাস করতে পারে না। ভারত আবারও সীমান্ত লঙ্ঘন করে আক্রমণের চেষ্টা করতে পারে।”
গাজা পরিস্থিতি নিয়েও তিনি পাকিস্তানের অবস্থান পুনর্ব্যক্ত করেন। প্রতিরক্ষামন্ত্রী জানান, পাকিস্তান আন্তর্জাতিক বাহিনীর অংশ হওয়ার প্রয়োজন রয়েছে, তবে দেশটি আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার পরিকল্পনা করছে না। তার মতে, দ্বি-রাষ্ট্রীয় সমাধান ছাড়া পাকিস্তান এই বিষয়ে অবস্থান পরিবর্তন করবে না।