
পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানের খুজদারের জেহরি এলাকায় এক সফল অভিযান চালিয়ে 'ভারতীয়-প্রক্সি' গোষ্ঠী ফিতনা আল-হিন্দুস্তানের সঙ্গে জড়িত ১৪ জন সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে। শনিবার (৪ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছে জিও নিউজ, নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে।
সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত হওয়ার পর চালানো অভিযানে আরও ২০ জন আহত হয়েছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ফিতনা আল-হিন্দুস্তানের বাকি সন্ত্রাসীদের সম্পূর্ণ নির্মূলের লক্ষ্য নিয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
পাকিস্তানের সেনাবাহিনীর আইএসপিআর জানিয়েছে, 'অভিযানের সময় সেনারা কার্যকরভাবে সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালায়। তীব্র গোলাগুলির ঘটনা ঘটে, যার ফলে সাত জন ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসী নিহত হয়েছে।'
ইসলামাবাদভিত্তিক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে পাকিস্তানে সহিংসতার মাত্রা ৪৬% বৃদ্ধি পেয়েছে।
গত তিন মাসে দেশজুড়ে ৩২৯টি সহিংসতার ঘটনায় অন্তত ৯০১ জন নিহত এবং ৫৯৯ জন আহত হয়েছে। নিহত ও আহতদের মধ্যে বেসামরিক নাগরিক, নিরাপত্তাকর্মী এবং সন্ত্রাসীরাও রয়েছেন।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশ আফগানিস্তানের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করে। দেশটির সহিংসতার বড় অংশ—মোট সহিংসতার ৯৬%-এর বেশি—এই দুই প্রদেশে ঘটছে। এর মধ্যে খাইবার পাখতুনখোয়ায় সহিংসতায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে, মোট মৃত্যুর প্রায় ৭১% এখানে। বেলুচিস্তান প্রদেশে এ সময়ের মধ্যে ২৫%-এর বেশি মৃত্যু ঘটেছে।