
ভারতের বিপক্ষে বহুল প্রতীক্ষিত ম্যাচ দিয়ে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে মাঠে নামছে বাংলাদেশ।
শনিবার (১৭ জানুয়ারি) জিম্বাবুয়ের বুলাওয়েতে ‘বি’ গ্রুপের এই ম্যাচে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে ভারতের মুখোমুখি হবে আজিজুল হক তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
এর আগে আকবর আলীর অধিনায়কত্বে ২০২০ সালের যুব বিশ্বকাপে শিরোপা জিতেছিল বাংলাদেশ। তবে পরবর্তী দুই আসরে সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি যুবারা। ২০২২ বিশ্বকাপে অষ্টম স্থানে থেকে আসর শেষ করে তারা, আর ২০২৪ সালে সুপার সিক্স পর্ব থেকেই বিদায় নিতে হয়।
মূল পর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ দল। তবে বৃষ্টির কারণে শেষ পর্যন্ত দুটি ম্যাচই পরিত্যক্ত হয়। প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩৬ ওভার ৩ বল ব্যাট করে ৭ উইকেটে ১৫২ রান তোলে বাংলাদেশ।
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ২৯ ওভার ২ বল খেলে ৪ উইকেটে ১৬১ রান করে বাংলাদেশ। জবাবে স্কটল্যান্ড ১৯ ওভার ৩ বলে ৯ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে।
বাংলাদেশের দর্শকদের জন্য যুব বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি দেখার সুযোগ রাখা হয়েছে। দেশের ভেতর থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সব ম্যাচ দেখা যাবে ডিজিটাল প্ল্যাটফর্ম র্যাবিটহোল-এ। পাশাপাশি ভারতীয় ক্রীড়া চ্যানেল স্টার স্পোর্টস-এও ম্যাচগুলোর সম্প্রচার হবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।