বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে কেরানীগঞ্জের গদারবাগে দোয়া মাহফিল ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১১:৩০ মিনিটে অনুষ্ঠিত এই মানবিক আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপির দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোঃ লিটন।
আয়োজনে বেগম খালেদা জিয়া'র কথা বলতে গিয়ে অশ্রুসিক্ত ছিলেন অতিথিগন এবং শীতে অসহায় কেরানীগঞ্জ এলাকার বাসিন্দারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউরো-বাংলা বিল্ডার্স (প্রাঃ) লিঃ–এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মিসেস ফাতেমা আনোয়ার আঁখি। আয়োজননে সভাপতির বক্তব্যে তিনি বলেন—“দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি গণতন্ত্রের প্রতীক। তাঁর স্মরণে এই আয়োজন আমাদের মানবিক দায়িত্বের অংশ।”
বিএনপি'র পক্ষে “ঢাকা-২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আমান উল্লাহ আমানকে আগামী ১২ ফেব্রুয়ারি সবাই ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন অতিথিগন।
দোয়া মাহফিল শেষে এলাকার সহস্রাধিক শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।