
নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একাধিক অনুরোধ সত্ত্বেও অবস্থান বদলাচ্ছে না বোর্ড। এই প্রেক্ষাপটে বিসিবিকে বোঝাতে শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় আসছে আইসিসির একটি প্রতিনিধি দল। তবে বৈঠকের ফল যাই হোক, সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিপিএলের ম্যাচ দেখতে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিঠু। তিনি বলেন, ‘কাল আসছে (আইসিসির প্রতিনিধি দল)। পুরো প্রোগ্রামটার বিষয়ে সভাপতি (আমিনুল ইসলাম বুলবুল) জানেন। সভাপতি, সহ-সভাপতিরা বসবেন (প্রতিনিধি দলের সঙ্গে)। আশা করছি একটা ভালো ফলাফলের।’
তিনি আরও বলেন, ‘প্রথমে আমরা একটা মেইল দিয়েছি, তারা উত্তর দিয়েছে। আমরা আবার মেইল দিয়েছি, তারপরে একটা জুম মিটিং হয়েছে। মিটিংয়ের পর এখন তারা বলছে সামনাসামনি বসে সমাধান করতে চায়। আমাদের অবস্থান একটাই, আমরা আগের অবস্থান থেকে সরিনি। দেখা যাক, কাল কী ফলাফল আসে। আমরাও চাই খেলাটা হোক।’
বিসিবির অবস্থান স্পষ্ট করে মিঠু বলেন, ‘ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা হবে, ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গেও হয়তো হবে (আইসিসির প্রতিনিধি দলের)। আমাদের অবস্থান একেবারে পরিষ্কার। আমাদের বোর্ড, সরকার— সবাই আমরা মনে করি আমাদের দল সেখানে নিরাপদ না। শুধু খেলোয়াড়ই নয়, সমর্থক এবং সাংবাদিকরাও। এটা নিয়েই আলাপ হবে। সভাপতি নিজেই এটা সামলাচ্ছেন। দেখা যাক কী হয়। বিষয়টি তো এখনও এক জায়গায়ই দাঁড়িয়ে আছে, এটা ইতিবাচক যে তারা আসছেন এটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য।’
এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিসিবি ও আইসিসির মধ্যে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ জানালেও বিসিবি স্পষ্টভাবে জানিয়ে দেয়—ভারতে গিয়ে তারা টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না।