
আবারও শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। টুর্নামেন্ট স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তার পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার বিপিএলের দুটি ম্যাচ বর্জন করেছিলেন ক্রিকেটাররা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও পরে বিসিবি, বিপিএল ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ এবং ক্রিকেটারদের সংগঠন কোয়াবের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেই আলোচনার ফলে আবার মাঠে ফেরার সিদ্ধান্ত নেন ক্রিকেটাররা।
বৃহস্পতিবার রাতে গুলশানের নাভানা টাওয়ারে অবস্থিত বিসিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিদ্ধান্তের কথা জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন।
এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে ক্রিকেটাররা প্রথমে অনড় থাকলেও পরে কিছু শর্তের ভিত্তিতে তারা খেলা চালিয়ে যাওয়ার সম্মতি দেন। কোয়াবের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, বিসিবির চলমান প্রক্রিয়ায় তারা সন্তুষ্ট। একই সঙ্গে সংশ্লিষ্ট পরিচালককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়।
রাত ৮টায় বিসিবির পরিচালকদের সঙ্গে কোয়াব ও ক্রিকেটারদের বৈঠক শুরু হয়। দীর্ঘ আলোচনা শেষে বিপিএল পুনরায় শুরু করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এর ফলে শুক্রবার থেকে আবার মাঠে ফিরছে টুর্নামেন্ট।
বিসিবি জানিয়েছে, বৃহস্পতিবার যে দুটি ম্যাচ স্থগিত হয়েছিল সেগুলো শুক্রবার অনুষ্ঠিত হবে। পাশাপাশি শনিবারের নির্ধারিত ম্যাচগুলো নতুন সূচি অনুযায়ী আগামী ১৮ জানুয়ারি আয়োজন করা হবে।
বৈঠক শেষে গণমাধ্যমের সামনে কথা বলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু, কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন এবং বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।