
বিপিএলে আজকের ম্যাচ শুরুর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার সহকারী কোচ মাহবুব আলী জ্যাকির মৃত্যু হলো। খেলোয়াড়দের সঙ্গে প্রস্তুতি চলাকালীন তিনি হঠাৎ ডাগআউটের কাছে পড়ে যান।
শনিবার (২৭ ডিসেম্বর) দলের ফিজিও দ্রুত তার সম্ভবত হার্ট অ্যাটাকের সংকেত শনাক্ত করে সিপিআর শুরু করেন। যথাসাধ্য চেষ্টা করা হলেও, হাসপাতালের পথে মাহবুব নিস্তেজ হয়ে যান। হাসপাতালে নেওয়ার পর জরুরি পরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজ ঢাকা ক্যাপিটালস তাদের প্রথম ম্যাচ খেলছে, যেখানে দলকে নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ মিঠুন। প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্সের নেতৃত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত।
মাঠে প্রস্তুতি নিচ্ছিলেন সহকারী কোচ, অথচ তা হয়ে গেল তার শেষ দিন – খেলাধুলার মঞ্চে হৃদরোগে আক্রান্ত হয়ে তার এই আকস্মিক মৃত্যু ক্রিকেট জগত ও সমর্থকদের মধ্যে শোকের ছায়া ফেলেছে।