
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। হাজারো বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ম্যাচের ফাঁকে সংক্ষিপ্ত পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান হলেও এদিন প্রদর্শিত হয়নি বিপিএলের নতুন ট্রফি। ২৫ হাজার মার্কিন ডলার ব্যয়ে তৈরি হীরা খচিত ট্রফি আনা হবে দুবাই থেকে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) বিসিবি সূত্রে জানা গেছে, বিপিএল শুরুর আগেই ট্রফি বাংলাদেশে পৌঁছালেও সেটি বিপিএল গভর্নিং কাউন্সিলের পছন্দ হয়নি। ফলে নতুন করে আবার ট্রফি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, ‘আগে যে ট্রফিটা ছিল সেটা গতানুগতিক। ওইটা পরিবর্তন করে নতুন একটা আনা হয়েছে, কিন্তু ওইটা আপ টু দ্য মার্ক না।’
তিনি আরও বলেন, ‘এ জন্য পরিবর্তন করে আবার ট্রফি আনা হচ্ছে। খুব দ্রুতই ট্রফিটা আমাদের হাতে আসবে। আসলে কম সময়ে আবার আমরা পরিবর্তনও করতে চেয়েছি। আগের ট্রফি যদি থাকতো তাহলে এই প্রশ্ন আসতোই না। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন পর্যন্ত আপনাদের দেখা সেরা ট্রফি, ভালো ট্রফি হবে এবার।’
বিসিবি জানিয়েছে, নতুন হীরা খচিত ট্রফি তৈরিতে ব্যয় হয়েছে ২৫ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকা। ট্রফির মান ও প্রস্তুতি নিয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘আমরা ট্রফিটা অর্ডার করেছি। এটা ডায়মন্ড খচিত। ট্রফি বানানোর খরচ ২৫ হাজার মার্কিন ডলার। সাখাওয়াত ভাই যেটা বলল আমাদের পেতে একটু দেরি হচ্ছে। খুব দ্রুতই চলে আসবে। আশা করছি ট্রফিটা দেখলে আপনাদের ভালো লাগবে।’