
ঢাকা ক্যাপিটালসের বিপিএল উদ্বোধনী ম্যাচে জয় সত্ত্বেও দলের মন ভারাক্রান্ত। কারণ মাঠেই শেষ হলো দলের প্রিয় সহকারী কোচ মাহবুব আলী জাকি-এর জীবন।
শনিবার (২৭ ডিসেম্বর) রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে ম্যাচ শুরুর আগে ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়রা ওয়ার্ম-আপ করছিলেন, তখন জাকি তাদের প্রশিক্ষণ দিচ্ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা জানান, পথে তার মৃত্যু হয়।
জাকির এই হঠাৎ প্রয়াণে মাঠের সহকর্মী ও খেলোয়াড়রা চোখে অশ্রু নিয়ে তাকে বিদায় জানান। ম্যাচ শেষে ঢাকা অধিনায়ক মোহাম্মদ মিঠুন বলেন, "এই জয় জাকিকে উৎসর্গ করছি।"
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জাকির প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, উর্ধ্বতন কর্মকর্তা, জাকির সহকর্মী এবং জাতীয় দলের খেলোয়াড়রা। ক্রীড়া সাংবাদিকরাও জানাজায় অংশ নেন।
পেসার শরিফুল ইসলাম এবং ব্যাটসম্যান মুশফিকুর রহিম কান্না ধরে রাখতে পারেননি। কোচ তালহা জুবায়ের, হান্নান সরকার, খালেদ মাহমুদ সুজন এবং রাজিন সালেহরা বেদনাবিধুর চোখে জাকির মরদেহের দিকে তাকিয়ে ছিলেন।
জাকি ২০০৮ সালে বিসিবি-তে গেম ডেভেলপমেন্ট বিভাগের হাই-পারফরম্যান্স কোচ হিসেবে যোগ দেন। ২০১৬ সালে তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন ঠিক করার পেছনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি জাতীয় দলের অনেক পেসার, যেমন মাশরাফি বিন মর্তুজা ও তাসকিন, সহ তাদের মেন্টর হিসেবে কাজ করেছেন।
২০২০ সালে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল যখন বিশ্বকাপ জয় করে, তখন তিনি দলের কোচিং প্যানেলের গুরুত্বপূর্ণ সদস্য এবং পেস বোলিং কোচ ছিলেন। দীর্ঘ ক্রিকেট অধ্যায়ের বিয়োগান্তক সমাপ্তি হলো ক্রিকেটের পুণ্যভূমি সিলেটে।