দুই মিনিট দেরি করায় বড় অঙ্কের জরিমানা বাফুফের
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৮:০৩ পিএম, ২১ জুলাই ২০২৫

মাত্র দুই মিনিট দেরিতে মাঠে ফিরেছিল বাংলাদেশ ফুটবল দল, কিন্তু তার পরিণতিতে গুণতে হলো বড় অঙ্কের জরিমানা। এশিয়ান কাপ বাছাই পর্বে ম্যাচ শুরুর নিয়ম লঙ্ঘনের কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ১,৫০০ ডলার জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
গত ১০ জুন ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। তবে ফলাফলের বাইরেও ম্যাচের দ্বিতীয়ার্ধে সময়মতো মাঠে না ফেরায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে স্বাগতিক দলের বিরুদ্ধে।
এএফসির শৃঙ্খলা ও নৈতিকতা কমিটি ১৭ জুলাই বিষয়টি পর্যালোচনা করে জরিমানার সিদ্ধান্ত দেয়। আর্থিক জরিমানার পরিমাণ ১,৫০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই লাখ টাকা।
এএফসি জানিয়েছে, “নির্ধারিত সময়ের তুলনায় দুই মিনিট দেরি করে দ্বিতীয়ার্ধ শুরু করে বাংলাদেশ দল।” তাদের মতে, খেলোয়াড় বদলের সময় দলের ম্যানেজার ও সহকারী কোচের সঙ্গে চতুর্থ রেফারির ভুল বোঝাবুঝি থেকেই এই বিলম্ব ঘটে। পরে মূল রেফারি হস্তক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করেন।
বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান ও মিয়ানমার ফুটবল ফেডারেশনও একই ধরনের কারণে শাস্তি পেয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এএফসি আরও জানিয়েছে, “ভবিষ্যতে অনুরূপ ঘটনা ঘটলে আরও কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।” জরিমানার পাশাপাশি বাফুফেকে সতর্কবার্তাও দেওয়া হয়েছে।