প্রিটোরিয়ায় বাংলাদেশ হাইকমিশনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস


প্রিটোরিয়ায় বাংলাদেশ হাইকমিশনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় বাংলাদেশ হাইকমিশনে গতকাল ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে, যা ২০২৪ সালের জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৭ আগস্ট) অনুষ্ঠিত অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রায় ২০০ জন বাংলাদেশি পেশাজীবী অংশগ্রহণ করেন বলে হাইকমিশন জানিয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণার্থে শহীদ আবু সাঈদ ও অন্যান্য শহীদদের ছবি ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন দিয়ে ৫ আগস্টের এই দিবসের উদযাপন শুরু হয়। এরপর এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তার বাংলা তরজমা পাঠের মাধ্যমে আলোচনা সভার উদ্বোধন করা হয়। পরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং এরপর মূল আলোচনা শুরু হয়।

আলোচনায় প্রবাসী বাংলাদেশিরা ২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লবের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি তারা দেশের উন্নয়নে ভবিষ্যতে করণীয় বিষয় নিয়ে মত বিনিময় করেন।

অন্তর্বর্তী সরকারের জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের প্রশংসাও করেন তারা। সভার সমাপ্তিতে হাইকমিশনার শাহ আহমেদ শফি সভাপতির বক্তব্য দেন।

অনুষ্ঠানে জুলাই বিপ্লবের স্মৃতিচিহ্ন হিসেবে আলোকচিত্র, গ্রাফিতি ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। শেষে শহীদদের আত্মার শান্তির জন্য দোয়া পরিচালিত হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×