.jpeg)
আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ও জমকালো ‘দ্য ম্যানস অ্যাওয়ার্ড’ প্রোগ্রাম। বিশ্বের মোট ১২টি দেশের প্রায় ৪০০ জন প্রতিনিধি অংশ নেন এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে। ব্যক্তিগত অর্জন, নেতৃত্ব, সামাজিক অবদান এবং উদ্যোক্তা উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি দিতে আয়োজিত এই আসরে প্রবাসী বাংলাদেশি ওসমান গনি ব্যবসায়িক উদ্যোক্তা ক্যাটেগরিতে বিশেষ সম্মাননা লাভ করেন।
আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশি প্রতিনিধিত্ব করে সম্মাননা গ্রহণ করায় গর্বে উচ্ছ্বসিত ওসমান গনি বলেন, “বিশ্বব্যাপী বিভিন্ন দেশের প্রতিনিধিদের সামনে দাঁড়িয়ে এই সম্মাননা গ্রহণ করা আমার জন্য এক বিশাল প্রাপ্তি। প্রবাসে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এত সুন্দর একটি আয়োজনের জন্য আমি ফ্রেন্ডস ভিউ মিডিয়া এবং ইভেন্টস কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
অনুষ্ঠানে অতিথিরা ওসমান গনির ব্যবসায়িক দূরদৃষ্টি, নিষ্ঠা এবং প্রবাসে বাংলাদেশি কমিউনিটির জন্য তার বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি দীর্ঘদিন ধরে ব্যবসার পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন, যা তাকে প্রবাসী বাংলাদেশিদের কাছে একজন অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরেছে।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনৈতিক প্রতিনিধি, ব্যবসায়ী, মিডিয়া ব্যক্তিত্ব ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।