
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ বাস্তবায়নের দাবিতে রাত পর্যন্ত শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে সাত কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন—এক দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সরে দাঁড়াবেন না।
রোববার সকাল থেকেই সাত কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস থেকে এসে শিক্ষা ভবন মোড়ের সামনে জড়ো হতে থাকেন। দুপুর ১টার দিকে তারা ভবনের সামনের সড়কে অবস্থান নেন এবং বিকেল সাড়ে ৩টায় সেখান থেকে হাইকোর্টের সামনে গিয়ে অবরোধ গড়ে তোলেন। পরে রাত আটটার দিকে ব্লকেড তুলে তারা আবার শিক্ষাভবনের সামনে ফিরে এসে অবস্থান নেন।
শিক্ষার্থী প্রতিনিধি নাইম হাওলাদার বলেন, ‘অধ্যাদেশ ছাড়া কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো অগ্রগতি নেই। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি হলেও শিক্ষার্থীরা এখনও ক্লাসে যেতে পারেননি। প্রশাসনের সবাইকে জানাতে চাই, শিক্ষার্থীদের আকুতি আপনারা শুনুন। তাদের ক্লাসরুমে ফিরিয়ে নিন। অধ্যাদেশ জারির মাধ্যমে আমাদের পরিচয় নিশ্চিত করুন।’
তিনি আরও বলেন, ‘আমরা জনদুর্ভোগের কথা চিন্তা করে এখন হাইকোর্ট মোড় ছেড়ে দিচ্ছি। তবে একদফা আদায় না হওয়া পর্যন্ত শিক্ষা ভবনের সামনে অবস্থান করব। আগামীকাল সকাল থেকে অন্যান্য শিক্ষার্থী অংশ নেবেন। অধ্যাদেশ না নিয়ে কেউ বাসায় ফিরবে না।’