
রাজধানীর বিটিআরসি ভবনের সামনে মোবাইল ব্যবসায়ীদের চলমান আন্দোলনকে ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ঢাকা ওয়াচের প্রতিবেদক মুহিউদ্দিন আহমেদ তানভীর মোবাইল ব্যবসায়ীদের দ্বারা পিটুনির শিকার হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) বিকাল ২ টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।
মুহিউদ্দিন আহমেদ তানভীর জানান, আন্দোলনকরী মোবাইল ব্যবসায়ীদের একদল স্থানীয় একজনকে মারধর করার ঘটনা ভিডিও ধারণ করার সময় তাকে লক্ষ্য করে আকস্মিক হামলা করেন আন্দোলনকারীদের কয়েকজন।
তানভীর বলেন, “কিছুক্ষণ আগে আমার উপর হামলা হয়েছে। আন্দোলনকারীরা সবাই মিলে স্থানীয় একজনকে মারছিল সেটির ভিডিও করতে গিয়ে আমি তাদের টার্গেটে পড়ি। তারা আমাকে ঘিরে ধরে লাথি-ঘুষি মারতে থাকে, কেউ কেউ লাঠি দিয়েও আঘাত করে। এ সময় আরটিভি ও ঢাকা প্রেসের কয়েকজন সাংবাদিক আমাকে বাঁচানোর চেষ্টা করলেও পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।”
তিনি আরও বলেন, “হামলাকারীরা আমার আইডি কার্ড ছিঁড়ে ফেলে, ভিডিও ডিলিট করতে বলে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে আল্লাহর রহমতে আমি সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হই।”
প্রতিবেদককে এসময় অর্ধশতাধিক আন্দোলনকারী ঘিরে রাখে। প্রতিবেদক বিপদমুক্ত থাকলেও শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত, এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন। ঢাকা ওয়াচ কর্তৃপক্ষ এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
উল্লেখ্য, ঢাকার বিটিআরসি ভবনের সামনে রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় মোবাইল ব্যবসায়ীরা অবস্থান নেন। তারা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন। তাদের অবস্থানের কারণে সড়কের একপাশের যান চলাচল বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির ব্যানারে অনুষ্ঠিত এই সমাবেশে ব্যবসায়ীরা প্রধানত এনইআইআর সংস্কার, সিন্ডিকেট প্রথা বাতিল এবং মোবাইল ফোন আমদানির সুযোগ সম্প্রসারণের দাবি তুলেছেন।