
ডিসেম্বরের প্রথম ছয় দিনেই দেশে প্রবাহিত হয়েছে ৬৩ কোটি ডলারের বেশি রেমিট্যান্স—বছরের শেষ প্রান্তে এসে এই প্রবৃদ্ধি প্রবাসী আয়ের প্রতি নতুন আশাবাদ তৈরি করেছে। প্রতিদিন গড়ে দেশ এসেছে ১০ কোটি ৫৪ লাখ ডলার।
রোববার (৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ডিসেম্বরের ১–৬ তারিখে মোট রেমিট্যান্স এসেছে ৬৩ কোটি ২৩ লাখ ৮০ হাজার ডলার।
প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর চ্যানেলে এসেছে ৮ কোটি ১৭ লাখ ডলার। বেসরকারি ব্যাংকগুলো পেয়েছে সর্বোচ্চ ৪৬ কোটি ৩০ লাখ ১০ হাজার ডলার, আর বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ লাখ ৯০ হাজার ডলার।
এর আগে গত নভেম্বরে দেশে এসেছে চলতি অর্থবছরের সর্বোচ্চ রেমিট্যান্স—২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার। অক্টোবর ও সেপ্টেম্বরে রেমিট্যান্সের প্রবাহ ছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আর আগস্ট ও জুলাইয়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার—যা একক অর্থবছরে দেশের সর্বোচ্চ রেমিট্যান্স আয়ের রেকর্ড।