
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হিসেবে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আরিফুর রহমান তুহিন।
নোয়াখালী-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মাহবুবের রহমান, জামায়াতে ইসলামী মনোনীত শাহ মোহাম্মদ মাহফুজুল হক, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিমসহ মোট ১১ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে দুজন স্বতন্ত্র প্রার্থীসহ তিনজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
এদিকে, ঢাকা-১১ আসনে ১২ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
এই তথ্য দুপুরে গণমাধ্যমকে নিশ্চিত করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ।
রাজধানীর রামপুরা, বনশ্রী, বাড্ডা ও আশপাশের এলাকা নিয়ে গঠিত ঢাকা-১১ আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ১২ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আতিকুর রহমান ইতিমধ্যেই নাহিদ ইসলামকে শুভকামনা জানিয়ে মনোনয়ন থেকে সরে দাঁড়িয়েছেন।