
উল্লেখ্য, গত জুনে বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের জানিয়েছেন, তিনি এখনো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ভারতের কলকাতায় অবস্থান করছেন বলেও সে সময় উল্লেখ করেন।
সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছেন, "জুলাই গণঅভ্যুত্থানের তিন মাস পর আওয়ামী লীগের শাসনের পতনের পর তিনি বাড়ি পরিবর্তন করে গোপনে ছিলেন। অবশেষে, তিন মাস পর ২০২৪ সালের নভেম্বর মাসে তিনি দেশ ত্যাগ করেন।"
জুলাই গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগের দমননীতির জন্য ক্ষমা চাওয়ার সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, "তারা যখন দেশে এসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পরিবেশ পাবেন, তখন ক্ষমা চাওয়া, ভুল স্বীকার করা বা অনুশোচনার বিষয় আসবে।"