
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে কথা বলেছেন গণসংহতি আন্দোলনের শীর্ষ নেতারা।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে তারেক রহমানের সঙ্গে দেখা করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। এ সময় তার সঙ্গে ছিলেন দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পর্ষদের সদস্য তাসলিমা আখতারসহ কেন্দ্রীয় পর্যায়ের নেতারা।
সাক্ষাৎকালে তারা বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানের প্রতি গভীর সমবেদনা জানান। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জোনায়েদ সাকি বলেন, "শোক জানাতে এসেছিলাম। তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনা শুনেছি। ২৪ এর গণঅভুত্থ্যান অনুযায়ী যেন রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়, সেটা বলেছি। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্ব সরকারের। রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবে। দেশ পুনর্গঠনের জন্য জাতীয় ঐক্য দরকার।"
এর আগে একই দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতারাও। ওই সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। দলীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন বাম জোটের নেতারা। এরপর তারা তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশ নেন।
এই সাক্ষাতে উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতাদের মধ্যে মুজাহিদুল ইসলাম সেলিম, কাজী সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ ক্বাফী রতন, শরীফ নুরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান, ডা. মুশতাক হোসেন, বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, ইকবাল কবীর জাহিদ, অধ্যাপক আব্দুস সাত্তার, মাসুদ রানা, মোশরেফা মিশু ও আব্দুল আলী।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির গণমাধ্যমকে জানান, বাম গণতান্ত্রিক জোটের নেতারা প্রথমে ম্যাডাম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন। এরপর তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে অংশ নেন।