
গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছেন দ্বীপটির প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন। তিনি বলেছেন, এ ধরনের মন্তব্য শুধু ভুলই নয়, বরং অসম্মানজনক ও অগ্রহণযোগ্য।
সোমবার (৫ জানুয়ারি) রুশ সংবাদমাধ্যম তাসের বরাতে এ তথ্য জানা যায়। নিলসেন বলেন, “আমরা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমেরিকার ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত বন্ধু। কঠিন সময়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছি।”
তিনি আরও বলেন, “এই কারণেই আমেরিকার বারবার বক্তৃতা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য যখন মার্কিন প্রেসিডেন্ট গ্রিনল্যান্ডের প্রয়োজনীয়তার কথা বলেন এবং আমাদের ভেনেজুয়েলা ও সামরিক হস্তক্ষেপের সঙ্গে যুক্ত করেন, তখন এটি কেবল ভুল নয়, এটি অসম্মানজনক।”
গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জোর দিয়ে উল্লেখ করেন, দ্বীপটি কোনোভাবেই “মহাশক্তিধরদের বক্তব্যের বস্তু” নয়; বরং এটি একটি জনগোষ্ঠী ও একটি গণতন্ত্র, যা বিশেষ করে ঘনিষ্ঠ বন্ধুদের কাছ থেকে সম্মান পাওয়ার যোগ্য। তার ভাষায়, বন্ধুদের সম্পর্কে হুমকি, চাপ প্রয়োগ কিংবা সংযুক্তির আলোচনা গ্রহণযোগ্য হতে পারে না।
নিলসেন জানান, গ্রিনল্যান্ড আলোচনার পক্ষে উন্মুক্ত রয়েছে। তবে এসব আলোচনা অবশ্যই যথাযথ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এবং আন্তর্জাতিক আইন মেনে পরিচালিত হতে হবে।
উল্লেখ্য, এর আগে রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের “জাতীয় নিরাপত্তার জন্য” প্রয়োজনীয়। তিনি অঞ্চলটিকে “অত্যন্ত কৌশলগত” হিসেবে বর্ণনা করেন এবং বলেন, বর্তমানে এটি রাশিয়া ও চীনের জাহাজ দ্বারা বেষ্টিত।