
নাটোরের বড়াইগ্রামে সোমবার বিএনপির বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের মানুষের ঐক্যের প্রতীক এখন তারেক রহমান। তিনি আরও উল্লেখ করেন, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষ তারেক রহমানের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে।
সমাবেশটি অনুষ্ঠিত হয় জেলার বড়াইগ্রাম থানা মোড়ে। সমাবেশে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ এবং আওয়ামী লীগের সাবেক এমপি সিদ্দুকুর রহমান পাটোয়ারীর গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়।
দুলু বলেন, "বাংলাদেশের বিশ্বাস যে মানুষটার দিকে এদেশে ২০ কোটি মানুষ অপেক্ষা করেছিল সে নামটা হচ্ছে তারেক রহমান। সব প্রপাগান্ডা, আলোচনা, সমালোচনার সমাপ্তি ঘটিয়ে আজকে বাংলাদেশের মানুষ একটা জায়গায় যেতে চায়। এই মুহূর্তে বাংলাদেশের মানুষের ঐক্যের প্রতীকের নাম হচ্ছে তারেক রহমান। শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষ তারেক রহমানের দিকে তাকিয়ে আছে।"
তিনি আরও বলেন, "আমাদের নেত্রী তার সন্তান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ আজকে যে ঐক্যবদ্ধ হয়েছে তা উনি দেখে যেতে পারলেন না। আমি তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করি।"
সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুল ইসলাম রনি, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, শহিদুল্লাহ সোহেলসহ আরও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।