
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই বিপ্লবী শহীদ শরিফ ওসমান হাদির জানাজার পর মিছিলে শাহবাগের দিকে মানুষের স্রোত জড়ো হয়েছে। জানাজার নামাজ শুরুর আগে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সকলকে শাহবাগে যোগদানের আহ্বান জানিয়ে বলেন, “আমরা এখানে কান্না করার জন্য দাঁড়াইনি, ভাইয়ের বদলা নিতে জানাজায় দাঁড়িয়েছি।”
শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে জানাজার পূর্বে তিনি আরও বলেন, এক সপ্তাহ পার হলেও হাদির ওপর হামলাকারীকে গ্রেপ্তার করা হয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে তাদের পদক্ষেপের তথ্য জনগণের কাছে জানানোর নির্দেশ দেওয়া হোক।
এর আগে হাদির জানাজার অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা, যিনি সকলের কাছে হাদির জন্য দোয়া কামনা করেন। এরপর বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা এবং শেষে হাদির বড় ভাই, যিনি তার জানাজার নামাজে ইমামতি করেন।