
রাজধানীতে অভিযান চালিয়ে যশোর জেলা যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সাবেক এই জনপ্রতিনিধির বিরুদ্ধে একাধিক মামলাসহ গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশ জানায়, শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ঢাকার রামপুরা এলাকা থেকে যশোর জেলা যুবলীগ নেতা ও যশোর পৌরসভার সাবেক ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলনকে গ্রেপ্তার করা হয়। তিনি যশোর পুরাতন কসবা এলাকার বাসিন্দা এবং রোস্তম আলীর ছেলে।
যশোর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, বিগত সরকারের সময়ে মিলনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ ওঠে। এসব অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে এবং আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। অবস্থান শনাক্তের পর ডিবির একটি দল ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, মিলনের বিরুদ্ধে অতীতেও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান হয়েছে। ২০২০ সালে ক্যাসিনোবিরোধী অভিযানের সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি মদ্যপ অবস্থায় তিন সহযোগীসহ আটক হন তিনি।
গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।