
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণ করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার পূর্বনির্ধারিত লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর, তিনি সরাসরি শহীদ ওসমান হাদির মরদেহের পাশে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
ফেসবুকের মাধ্যমে জামায়াত আমির তার সমবেদনা জানিয়েছেন, এবং পরিবার ও দেশের মানুষের প্রতি এক আবেগপূর্ণ পোস্টে জানিয়ে দিয়েছেন, "এমন শোকের মুহূর্তে হাদির পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার মতো কোনো শব্দ তার জানা নেই।" তিনি আল্লাহর কাছে এই কঠিন পরিস্থিতি সহ্য করার জন্য শক্তি এবং 'সবরে জামিল' (সুন্দর ধৈর্য) প্রার্থনা করেছেন।
ডা. শফিকুর রহমান তার বার্তায় আরও বলেন, "শহীদ ওসমান হাদি শুধুমাত্র কোনো এক দলের কিংবা মতের প্রতীক ছিলেন না। তিনি ছিলেন বাংলাদেশের সার্বভৌমত্ব ও সাহসের এক অনন্য প্রতীক।" তিনি বাংলাদেশের সকল নাগরিককে আহ্বান জানিয়ে বলেন, "এই মহান বীর সন্তানকে যথাযথ সম্মান জানানো আমাদের সবার নৈতিক দায়িত্ব।"
জামায়াত আমির দেশের জনগণের প্রতি আহ্বান জানান, দল ও মতের ভেদাভেদ ভুলে ওসমান হাদির জানাজায় সর্বাত্মক অংশগ্রহণ করতে। তিনি মনে করেন, "ওসমান হাদি বাংলাদেশের মানুষের ঐক্যের প্রতীক হয়ে থাকবেন।" একই সঙ্গে, তিনি উল্লেখ করেন, "হাদি যে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, সেই স্বপ্নের বাস্তবায়ন এখন পুরো জাতির দায়িত্ব।"
শেষে, ডা. শফিকুর রহমান শহীদ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, যেন তিনি হাদিকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন।
এদিকে, আজ শনিবার হাদির জানাজা উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউসহ আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা জানাজার আয়োজনের অংশ হিসেবে সেখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে।