
সম্প্রতি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন রাজনৈতিক টানাপোড়েনের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে ফেসবুকে একটি পোস্ট করেছেন। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনার তৈরি হয়েছে। ঢাকা-৮ আসনের প্রার্থী প্রসঙ্গ টেনে তিনি জানিয়েছেন, প্রয়োজনে জামায়াতের শীর্ষ নেতাদের কাছেও অনুরোধ করবেন- তবে বিনিময়ে একজনকে ফিরে আসতে হবে বলে আকুতি জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নিজের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এসব কথা লেখেন ইলিয়াস হোসেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, ঢাকা-৮ আসনে সাদিক কায়েমের নাম প্রার্থী হিসেবে আলোচনায় আসার পর ওসমান হাদী তাকে স্বাগত জানিয়ে একটি পোস্ট দেন। পোস্ট দেওয়ার পর হাদী সেই পোস্টের লিংক ইলিয়াস হোসেনকে পাঠান। ইলিয়াসের ভাষ্য অনুযায়ী, হয়তো এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন যে সাদিক কায়েমের মতো শক্ত প্রার্থীর বিপরীতে যেন জামায়াত কাউকে না দাঁড় করায়।
ইলিয়াস হোসেন লিখেছেন, কোনো প্রশ্ন না করেই তিনি হাদীকে রিপ্লাই দেন যে, তিনি জামায়াতের সঙ্গে কথা বলবেন, যেন হাদীর আসনে জামায়াত কোনো প্রার্থী না দেয়। জবাবে হাদী একটি ‘লাভ রিয়েক্ট’ দেন। ইলিয়াসের মতে, সেটিই ছিল তাদের শেষ যোগাযোগ, যা হয়েছিল ৬ ডিসেম্বর।
পোস্টের শেষাংশে ইলিয়াস হোসেন আবেগঘন ভাষায় লেখেন, “হাদী, ভাই আমার আমি দরকার হলে জামায়াতের নেতাদের পায়ে ধরব ভাই, তবে তোকে কিন্তু ফিরে আসতে হবে। প্লিজ ভাই তুই আবার আগের মতো ফোন করবি, টেক্সট করবি, আবদার করবি, প্রোগ্রামের সুচী পাঠাবি, আমি আমার পেইজে শেয়ার দিবো ইনশাআল্লাহ্।”
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।