
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আসন্ন নির্বাচন সহজভাবে সম্পন্ন হবে না।
তিনি আরও বলেন, “বিএনপির দেশ গড়ার পরিকল্পনা মানুষের কাছে পৌঁছে দিয়ে জনগণকে সচেতন করতে হবে। বিএনপি ব্যতীত অন্য কোনো রাজনৈতিক দল জনগণের মূল সমস্যা এবং তাদের সমাধান নিয়ে কথা বলছে না।”
তারেক রহমান জোর দিয়ে বলেন, “ক্ষমতা নিয়ে চিন্তা না করে দেশের মঙ্গল ও ভবিষ্যত নিয়ে ভাবতে হবে। নির্বাচনকে সিরিয়াসলি না নিলে দেশের অস্তিত্ব ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে।”
তিনি যোগ করেন, নির্বাচিত হলে সরকার শুধু দলীয় স্বার্থ নয়, বরং দেশের সকল মানুষের জন্য কাজ করা উচিত, সেই আহ্বানও জানান তিনি।