রাজধানীর বিজয়নগরে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। হাসপাতাল সূত্র জানায়, তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং গুলিটি এখনো মাথার ভেতরে অবস্থান করছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত হাদির ওপর গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তাৎক্ষণিকভাবে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে হামলাকারী দুই মোটরসাইকেল আরোহী হাদিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে পালিয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী মো. রাফি, যিনি তখন হাদির ঠিক পেছনের রিকশায় ছিলেন, বলেন, “জুমার নামাজ শেষে রিকশায় হাইকোর্টের দিকে যাচ্ছিলাম। বিজয়নগর পৌঁছাতেই মোটরসাইকেলে দুজন আসে এবং হাদি ভাইয়ের ওপর গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।”
ওসমান হাদির ওপর এ হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে তাৎক্ষণিক ও বিস্তৃত তদন্তের নির্দেশ দিয়ে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেন।