
বিচার ও সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার থাকলে বিএনপি বা জামায়াত—যে কারো সঙ্গেই জোট গঠন করতে পারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এমন মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বর্তমান পরিস্থিতিতে দেশ একটি সংকটকালীন মুহূর্তে রয়েছে। সেই জায়গায় বিএনপি ও জামায়াত যদি সংস্কার প্রক্রিয়াগুলো নিয়ে এক জায়গায় আসে এবং তারা যদি সংস্কারের ভবিষ্যতে বাস্তবায়ন করবে এই প্রতিশ্রুতি দেয়, তাহলে বিএনপি অথবা জামায়াত যে কারো সঙ্গে আমাদের জোট হতে পারে।”
তিনি আরও জানান, এনসিপি মূলত এককভাবে নির্বাচন করতে চায় এবং দেশের ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা নিয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, “আমাদের এই বিচার ও সংস্কারের প্রাথমিক শর্ত যদি পূরণ না হয়, তাহলে আমরা কারো সঙ্গে জোটে যাব না।”
তিনি মনোনয়ন বিক্রির বেপারে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ থেকে এনসিপি মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা।
দলটির পরিকল্পনা অনুযায়ী, ১৩ নভেম্বর পর্যন্ত মনোনয়ন যাচাই-বাছাই চলবে এবং ১৫ নভেম্বর এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।