সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে: ফখরুল


সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারেরই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করা উচিত। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

তিনি বলেন, “সরকারের প্রশাসন যে নিরপেক্ষ, সে ধারণা জনগণের মধ্যে তৈরি করতে হবে। সচিবালয় ও জেলা প্রশাসনে ফ্যাসিস্টদের সহযোগীদের সরিয়ে নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে। পুলিশের নিয়োগের ক্ষেত্রেও সরকারকে নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে হবে।”

ফখরুল আরও বলেন, “বৈঠকে বিচারবিভাগে ফ্যাসিস্টদের সহযোগীদের সরিয়ে নিরপেক্ষ বিচারক নিয়োগ দেওয়ার দাবিও করেছি। সরকারের মধ্যে কোনো দলীয় লোক থাকলে তাকে অপসারণের দাবি জানিয়েছি।”

বৈঠকে তার নেতৃত্বে বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমদ ছিলেন অন্য দুই সদস্য। বৈঠক অনুষ্ঠিত হয় যমুনা কেন্দ্রে মঙ্গলবার সন্ধ্যা ৬টায়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×