সাবেক এমপি নুর উদ্দিন চৌধুরীর বাড়িতে আবারও অগ্নিসংযোগ


সাবেক এমপি নুর উদ্দিন চৌধুরীর বাড়িতে আবারও অগ্নিসংযোগ

লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের বাড়িতে ফের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১ অক্টোবর) বিকেলে শহরের উত্তর তেহমনী এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন একই ভবনে অগ্নিসংযোগ করা হয়েছিল। সেই সময় থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকালে একদল লোক উত্তর তেহমনী এলাকায় সমবেত হয়ে নয়নের বাড়ির নিচতলায় আগুন লাগায়। এ নিয়ে দ্বিতীয়বার ওই ভবনে অগ্নিসংযোগ হলো।

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে নুর উদ্দিন চৌধুরী নয়ন ভারতে অবস্থান করছেন। তার পরিবারের কেউ বাড়িটিতে থাকেন না।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, সাবেক সংসদ সদস্যের বাড়িটি গত বছরের ৪ আগস্ট পুড়েছিল। তখন বাড়ির কাঠামো ছাড়া আর কিছু অবশিষ্ট ছিল না। আজ আবার সেখানে আগুন লাগানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×