দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াতে ইসলামী


দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াতে ইসলামী

বাংলাদেশ জামায়াতে ইসলামী তার দলীয় লোগো পরিবর্তনের পরিকল্পনা গ্রহণ করেছে। নতুন লোগো আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে।

দলীয় সূত্রে জানা গেছে, নতুন লোগোটি দাঁড়িপাল্লার প্রতীক রাখবে এবং জাতীয় পতাকার অনুপ্রেরণায় কিছুটা ডিজাইন করা হতে পারে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নজরে আসে জাতীয় পতাকার আঙ্গিক যুক্ত নতুন লোগোর একটি নমুনা। এরপর লোগো নিয়ে দলের মধ্যে নানা আলোচনা শুরু হয়।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম একটি অনলাইন সংবাদমাধ্যমকে বলেন, আমাদের লোগো পরিবর্তন করা হচ্ছে। আমিরের নির্দেশনায় বেশ কয়েকটি লোগো ডিজাইন করা হয়েছে। তবে কোনটি চূড়ান্ত হবে, এখনো ঠিক হয়নি। আজকের লোগো ভুলবশত ছবিতে চলে এসেছে। আগামী কয়েকদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, লোগো নিয়ে আমাদের নির্বাহী পরিষদে আলোচনা হয়েছে। চূড়ান্ত হলে এটি অফিসিয়াল লোগো হিসেবে ব্যবহৃত হবে।

লোগো পরিবর্তনের কারণ জানাতে মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের আগের লোগো কখনো অফিসিয়ালি ব্যবহার করা হয়নি। বিভিন্ন গণমাধ্যমে সীমিতভাবে ব্যবহৃত হত। তাই এখন আমরা অফিসিয়াল লোগো তৈরি করতে চাই।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×