পিআর পদ্ধতিতে নির্বাচন না দিলে জনগণই দিতে বাধ্য করবে: মুফতি ফয়জুল করিম


পিআর পদ্ধতিতে নির্বাচন না দিলে জনগণই দিতে বাধ্য করবে: মুফতি ফয়জুল করিম

অন্তর্বর্তী সরকার যদি কোনো চাপের মুখে পড়ে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন থেকে সরে দাঁড়ায়, তবে জনগণই সেই নির্বাচন আদায় করে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। পরবর্তীতে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

ফয়জুল করিম বলেন, “সংস্কার না করে নির্বাচন মেনে নেয়া হবে না। আগে সংস্কার, দৃশ্যমান বিচার, তারপর নির্বাচন।” তিনি আরও দাবি করেন, পিআর ব্যবস্থায় যদিও ১ শতাংশ নেতিবাচকতা আছে, তবুও ৯৯ শতাংশ সুফল পাওয়া সম্ভব। তার মতে, এই ব্যবস্থার মাধ্যমে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত হবে এবং দেশে নতুন করে ফ্যাসিস্ট শাসনের সুযোগ তৈরি হবে না।

সমাবেশে অন্য বক্তারাও অভিযোগ করেন, যদি শেখ হাসিনার আমলের মতো নির্বাচনী পদ্ধতি বজায় থাকে, তবে দেশে আবার স্বৈরাচার কায়েম হওয়ার আশঙ্কা রয়েছে। তারা বলেন, পিআর ছাড়া অন্য কোনো পথ নেই। যারা পিআর পদ্ধতি মানতে চাইছে না, তারা আসলে একনায়কতন্ত্র কায়েম করতে চাচ্ছে।

এ ছাড়া নেতারা সতর্ক করে বলেন, বৈষম্য দূর না হলে আবারও জুলাই আন্দোলনের মতো গণআন্দোলন গড়ে উঠতে পারে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা ফ্যাসিস্ট হতে চাইবে, তারা পালানোর জায়গা খুঁজে পাবে না।

সমাবেশ শেষে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা বায়তুল মোকাররম থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আশপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×