বিএনপি হুমকিকে ভয় পায় না: ফখরুল


বিএনপি হুমকিকে ভয় পায় না: ফখরুল

২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ডিসেম্বর মাসে ভোটের তফসিল প্রকাশ করা হবে।

এ পরিস্থিতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আসন্ন জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, বিএনপি কোনো ধরনের হুমকিকে ভয় পায় না।

রোববার (৩১ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন বিঘ্নিত করার চেষ্টা হচ্ছে অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, সংখানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন হবে না বলে হুমকি দেওয়া হচ্ছে। তবে দেশের জনগণ কারও এ ধরণের হুমকিতে মাথা নত করতে রাজি নয়। নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারলেই তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, বিএনপিও রাষ্ট্র ক্ষমতায় যাবে।

এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদও একই অভিযোগ তুলে বলেন, নির্বাচনকে বিঘ্নিত করতে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। এমনকি দেশের মধ্যেও ভারতীয় দালালরা সক্রিয় হয়েছে। নির্বাচন বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ দেশে নানাপ্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে। সব দেশবিরোধী তৎপরতা কঠোর হস্তে দমন করতে হবে।

পাশাপাশি তিনি বর্তমানে জামায়াতের অবস্থানও ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেন। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×