হাসপাতালে মির্জা ফখরুলকে দেখতে গেলেন জামায়াত নেতারা


হাসপাতালে মির্জা ফখরুলকে দেখতে গেলেন জামায়াত নেতারা

থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে দেখতে গেছেন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা।

বুধবার (২০ আগস্ট) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল।

তাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর জামায়াতের কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন। এ সময় তারা বিএনপি মহাসচিবের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×