‘আমরাই ৩৬ জুলাই: আমরা থামব না’ শীর্ষক শিবিরের তিনদিনব্যাপী কর্মসূচি


‘আমরাই ৩৬ জুলাই: আমরা থামব না’ শীর্ষক শিবিরের তিনদিনব্যাপী কর্মসূচি

ফ্যাসিবাদের পতনের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তিনদিনব্যাপী বিশেষ কর্মসূচি আয়োজনের ঘোষণা দিয়েছে। ‘আমরাই ৩৬ জুলাই: আমরা থামব না’ শীর্ষক এই অনুষ্ঠান ৫ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বুধবার এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এসএম ফরহাদ। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই মাসে যে গণজাগরণ ও ছাত্র প্রতিরোধ সংগঠিত হয়েছিল, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য মাইলফলক।

সেই স্মৃতিকে ধরে রেখে এবং ভবিষ্যতের পথনির্দেশ তৈরি করার লক্ষ্যে এই আয়োজন করা হচ্ছে।

এসএম ফরহাদ আরও জানান, এই কর্মসূচির মাধ্যমে ‘জুলাই বিপ্লব’-এর গুরুত্ব তুলে ধরা হবে। শহীদ ও আহত পরিবারের অভিজ্ঞতাও সরাসরি শোনার সুযোগ থাকবে। পাশাপাশি, ছাত্র রাজনীতির ভবিষ্যত এবং ছাত্র সংসদ নির্বাচনের বিষয়েও গণআলোচনা করা হবে।

আয়োজনে থাকবে বিশেষ ‘জুলাই’ চিত্র প্রদর্শনী, সাইকেল র‍্যালি, ‘জুলাই বিপ্লব’ ভিত্তিক ডকুমেন্টারি, বিপ্লবের গান ও কবিতা, শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের ব্যক্তিগত কাহিনী, নাটক, মাইম, সংগীত পরিবেশনা, প্ল্যানচেট বিতর্ক এবং রাজনৈতিক ভাবনা নিয়ে আলোচনা সভা।

শিবিরের এই কর্মসূচি ঐতিহাসিক স্মৃতিকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার পাশাপাশি রাজনৈতিক সচেতনতা ও প্রতিবাদ চেতনা পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা হিসেবে গুরুত্ব বহন করছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×