৭ মার্চেও সোহরাওয়ার্দী উদ্যান পূর্ণ হয়নি: তাহেরের দাবি


৭ মার্চেও সোহরাওয়ার্দী উদ্যান পূর্ণ হয়নি: তাহেরের দাবি

জামায়াতে ইসলামী নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের সময় সোহরাওয়ার্দী উদ্যান কখনও জামায়তে ইসলামীয়ের সর্বশেষ সমাবেশের মতো টানা এবং সম্পূর্ণ ভরে ওঠেনি।

তাহের বলেন, “সোহরাওয়ার্দী উদ্যান গড়ে উঠার পর থেকে আজ পর্যন্ত এত বড় সমাবেশ এই মাঠে আর কখনও হয়নি। এখানে আইয়ুব খানের সমাবেশ হয়েছিল, কিন্তু সে সময়ও পুরো মাঠের বাউন্ডারি পর্যন্ত ভরে ওঠেনি। ৭ই মার্চের ইতিহাসের অন্যতম বড় সমাবেশেও সোহরাওয়ার্দী উদ্যান সম্পূর্ণরূপে পূর্ণ হয়নি। কিন্তু জামায়াতে ইসলামের এই সমাবেশ শুধু উদ্যানেই নয়, পাশের রমনা পার্কেও ভিড় ছিল, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত জায়গা, টিএসসি এলাকা থেকে শুরু করে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে পর্যন্ত সমাবেশ ছড়িয়ে পড়েছিল।”

তিনি এসব কথা বলেন শুক্রবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায়।

তাহের আরও উল্লেখ করেন, “মাছ যেমন পানিতে থাকে, জামায়াতে ইসলামীর লোকেরা আন্দোলনের মধ্যে পানির মতো অবস্থান করে।”

সম্মেলনে তিনি নির্বাচন ও রাজনৈতিক সংস্কার নিয়ে মন্তব্য করেন, “আমরা যখন নির্বাচনের কথা বলি, সংস্কারের কথা বলি, তখন কিছু মানুষ এটা নির্বাচনবিরোধী ষড়যন্ত্র বলে দাবি করেন। আবার যারা হাসিনামার্কা নির্বাচন চান, তারা কি নির্বাচনবিরোধী ষড়যন্ত্র নয়?”

তিনি কেন্দ্র দখল করে ক্ষমতায় আসার চেষ্টা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়ে বলেন, “বিচার ছাড়া নির্বাচন হবে না, লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া নির্বাচন হবে না, তাই যারা নির্বাচন চান তারা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে বাধা দিবেন না। কেন্দ্র দখল করে ক্ষমতায় আসার সুযোগ আর দেওয়া হবে না।”

তাহের আরও বলেন, “মানুষের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের আগুন এখনও জ্বলছে। এজন্যই ঠুস করার হুমকি দিলেও মানুষ বত্রিশ নম্বরে হাজির হয়। রাত তিনটায় পরীক্ষা পেছানোর দাবি করলে ছাত্ররা একজোট হয়ে সচিবালয়ের গেট ভেঙে দেয়। এই চেতনার জন্ম এখনো টিকে আছে, আগামী ছয় মাসে সেটি নির্বাপিত হয়ে ছাই হবে, যারা এটা ভাবছেন তারা ভুল করছেন।”

এই বক্তব্যে তাহের দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর কেন্দ্রীয়ভাবে প্রভাব ফেলতে চান এমন সংকেত দিয়েছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×