অর্থনীতিতে দখলদারি চলবে না: আমীর খসরু


অর্থনীতিতে দখলদারি চলবে না: আমীর খসরু

অর্থনীতিতে আমলাতন্ত্র ও দখলদারিত্ব চলতে দেওয়া যাবে না, মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৩ জুলাই) ময়মনসিংহ নগরীর একটি হোটেলে আয়োজিত ‘বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা’ বিষয়ক বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অর্থনীতিকে জনগণের জন্য উন্মুক্ত ও অংশগ্রহণমূলক করতে হবে।

আমীর খসরু বলেন, সরকারের ভূমিকা হওয়া উচিত অর্থনীতিকে উৎসাহ ও সহায়তা দিয়ে এগিয়ে নেওয়া, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সহজতর করা। কিন্তু বাস্তবে দেখা গেছে, রাষ্ট্রীয় অর্থনীতিকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করে এক শ্রেণির দুর্বৃত্তদের হাতে তুলে দেওয়া হয়েছে। এই গোষ্ঠী ব্যাংক খাত, শেয়ারবাজার, বৈদেশিক মুদ্রা এবং মেগা প্রকল্পের মাধ্যমে লুটপাট চালিয়েছে।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আমলে প্রবর্তিত মুক্তবাজার অর্থনীতি থেকে সরে গিয়ে বর্তমান শাসকেরা কিছু লোকের হাতে অর্থনীতির নিয়ন্ত্রণ তুলে দিয়েছে। এতে শুধু অর্থনীতি নয়, রাজনীতিও সংকুচিত হয়েছে। কেননা, যার হাতে অর্থনৈতিক শক্তি থাকে, সে-ই রাজনৈতিক ক্ষমতাও নিয়ন্ত্রণ করে।

আমীর খসরুর ভাষ্য, অর্থনীতির গণতন্ত্রায়ন ছাড়া প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। কেবল রাজনৈতিক মুক্তি দিয়ে মানুষের কল্যাণ নিশ্চিত করা যায় না, বরং অর্থনৈতিক ক্ষেত্রেও মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, “তারেক রহমান যেমন রাজনীতিতে মুক্তির পথে চিন্তা করছেন, তেমনি অর্থনীতিতেও মুক্ত সুযোগ ও অংশগ্রহণের কথা ভাবছেন। অর্থনীতি থেকে আমলাতন্ত্র ও একক দখলদারিত্ব দূর করে সবাইকে সমান সুযোগ দিতে হবে।”

সম্মেলনে তিনি বলেন, “বাংলাদেশের প্রতিটি নাগরিক যেন অর্থনীতির সুফল ভোগ করতে পারে সেই নীতিমালা ও পরিবেশ গড়ে তোলার সময় এখন।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×