পরশুদিনের ঘটনার পর আওয়ামী লীগের তওবার সুযোগ আর নেই: হাসনাত আব্দুল্লাহ
- নারায়ণগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:২৫ পিএম, ১৮ জুলাই ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগকে দেশের জনগণ ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে এবং তাদের পুনরায় ফিরিয়ে আনার আর কোনো সুযোগ নেই। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের চাষাড়ার বিজয় স্তম্ভে আয়োজিত জুলাই পদযাত্রা কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত বলেন, “আওয়ামী লীগের পতন স্বাভাবিক কোনো প্রক্রিয়ায় হয়নি, এটা হয়েছে গণঅভ্যুত্থানের মাধ্যমে। গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংস ঘটনার পর আওয়ামী লীগের জন্য তওবার পথও আর খোলা নেই।”
তিনি আরও অভিযোগ করেন, গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার পর কিছু বুদ্ধিজীবী বরং হামলাকারীদের পক্ষ নিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “যারা এই হামলার পক্ষে কথা বলেন, তারা আওয়ামী লীগের লক্ষ্য নয়, কিন্তু আমরা আছি তাদের মূল টার্গেটে। তাদের সঙ্গে কারও ব্যবসায়িক সম্পর্ক, কেউ আবার আত্মীয়, এমনকি কারও জামাই আওয়ামী লীগের মন্ত্রী। কিন্তু এই দলকে পুনর্বাসন করার মানেই হবে আমাদের রাজনৈতিক মৃত্যু। আমি স্পষ্ট করে বলছি—আওয়ামী লীগের সঙ্গে আমি কোনো সৌজন্য দেখাব না।”
আলোচনায় আরও অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এবং কেন্দ্রীয় সংগঠক আহমেদুর রহমান তনু। তারা সকলেই গোপালগঞ্জে দলের নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং জনগণকে আন্দোলনে সক্রিয় হওয়ার আহ্বান জানান।