অন্তর্বর্তী সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না: জাপা মহাসচিব
- রংপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:১৭ পিএম, ১৩ জুলাই ২০২৫

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী দাবি করেছেন, বর্তমানে অন্তর্বর্তী সরকার যে নির্বাচন আয়োজন করছে, তা সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা নেই। রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় রংপুর নগরীর সেনপাড়ায় দলীয় চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
শামীম হায়দার অভিযোগ করেন, “এই সরকারের সঙ্গে এনসিপির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রশাসনকেও সেই অনুযায়ী সাজানো হয়েছে, যা নির্বাচনে এনসিপিকে বাড়তি সুবিধা দেবে।”
তিনি বলেন, দেশে মবতন্ত্রের উত্থান ঘটেছে এবং সরকার এটি নিয়ন্ত্রণে ব্যর্থ। এতে করে দেশের ঐতিহ্য ও সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হওয়ায় নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে সভা-সমাবেশ করতে বাধা দেওয়া হচ্ছে।
জাপা মহাসচিব আরও বলেন, “জাতীয় পার্টি দেশের মানুষকে নিরাপত্তা ও সুশাসন দিতে সক্ষম। বর্তমানে দেশে প্রায় ২২ লাখ মানুষ চাকরি হারিয়েছে এবং ২৮ লাখ মানুষ দারিদ্র্যের নিচে নেমে গেছে। এই অবস্থায় জাতীয় পার্টি বাস্তবসম্মত সমাধান দিতে চায়।”
দলের ভাঙনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “দলের ইতিহাসে কিছু প্রেসিডিয়াম সদস্য এবং শীর্ষ নেতাদের বিশ্বাসঘাতকতার কারণেই সাতবার জাতীয় পার্টি বিভক্ত হয়েছে। তবে তৃণমূল নেতাকর্মীরা সবসময় দলের সঙ্গেই থেকেছেন এবং মূল ধারার বাইরে যাননি।”
শামীম হায়দার পাটোয়ারী ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কে অস্বাভাবিক গণতন্ত্রের যুগ হিসেবে উল্লেখ করে বলেন, “আমরা সঠিকভাবে জনগণের মতামত প্রতিফলন করতে পারিনি, তবে দল কোনো বড় দুর্নীতির সঙ্গে জড়িত ছিল না। আমরা কোনো চাঁদাবাজি করিনি এবং রাজনৈতিক সন্ত্রাসে সমর্থন দিইনি।”
এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ছাড়াও রংপুর মহানগর শাখার সভাপতি ও সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এম ইয়াসির এবং জেলা-মহানগর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।