বাসদের কার্যালয়ের সাইনবোর্ড ভাংচুর, নেতাদের নিন্দা


April 2025/Basod.jpg

রাজধানীর সেগুনবাগিচায় রাজনৈতিক দল বাসদের কার্যালয়ের সাইনবোর্ড খুলে নেওয়ার চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। কিন্তু ভবনে উপস্থিত বাসদের কর্মীরা ওপর থেকে চেঁচামেচি করলে পরে তারা পালিয়ে যায় বলেও দাবি করা হয়।

শুক্রবার (১১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সিপিবির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ মার্কসবাদীর সমন্বয়ক মাসুদ রানা, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী এক যুক্ত বিবৃতিতে সেগুনবাগিচায় বাসদ কার্যালয়ের সাইনবোর্ড অজ্ঞাতনামা দুর্বৃত্তদের দ্বারা ভাঙচুর ও খুলে নেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘গতকাল ১০ এপ্রিল দিবাগত রাতে আনুমানিক ১২টার দিকে অজ্ঞাতনামা একদল দুর্বৃত্ত সেগুনবাগিচায় ৮/৪-এ ভবনের ৫ম ও ৬ষ্ঠ তলায় অবস্থিত বাসদ কার্যালয় ও ভ্যানগার্ড কার্যালয়ের সাইনবোর্ড খুলে নেওয়ার চেষ্টা করলে ভবনে উপস্থিত বাসদের কর্মীরা ওপর থেকে ডাকাডাকি করলে দুর্বৃত্তরা ভ্যানগার্ড কার্যালয় লেখা সাইনবোর্ডটি নিয়ে পালিয়ে যায় এবং বাসদের সাইনবোর্ডটি খোলার চেষ্টা করলেও সেটি নিতে পারেনি।’

এর আগে বুধবার (৯ এপ্রিল) রাতেও এক বার দুর্বৃত্তরা সাইনবোর্ড খুলে নেওয়ার চেষ্টা করে। ওইদিনও বাসদের কর্মীরা দেখে ফেলায় তা নিতে পারেনি।

বামজোট নেতৃবৃন্দ বাসদের অফিসের সাইনবোর্ড ভাঙচুর ও খুলে নেওয়ার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে বাসদের অফিসসহ সব রাজনৈতিক দলের কার্যালয়ের নিরাপত্তা বিধানে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি আহ্বান জানান।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×