গণতন্ত্রকে উত্তোলন করতে একটা দলকে ক্ষমতায় আসতে হবে: দুদু


February 4 2025/shamsuzzamn dudu.webp

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বৈরতন্ত্রের পতন হলে গণতন্ত্র আসবে। আর গণতন্ত্র উত্তোলন করতে হলে যে কেউ নির্বাচন করে যে কোনো দল ক্ষমতায় আসতে পারে। একটা দলই আসবে। দেশবাসী যাকে পছন্দ করে তাকে ভোট দেবে।

বুধবার (২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় একটি কনভেনশন সেন্টারে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে গণতন্ত্রের লক্ষ্যে। স্বৈরতন্ত্রের পতন মানে দেশে গণতন্ত্র ফিরে আসবে। আর গণতন্ত্র ফিরে আসবে মানে একটি সাধারণ নির্বাচন। গণতন্ত্র উত্তরণের জন্য নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই। এখন কেউ কেউ বলছে একদলকে বাদ দিয়ে আরেক দলকে ক্ষমতায় আনার জন্য আমরা এই গণঅভ্যুত্থান করিনি। আমি এটা নিয়ে দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি।

তিনি আরও বলেন, আমার মনে হচ্ছে, কেউ কেউ এবং কোনো কোনো মহল ও দল বুঝে অথবা না বুঝে শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিচ্ছে। কারণ হাসিনা চান নির্বাচন না হোক।

এসময় আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ও মহানগর যুবদল নেতা কেএম মাজহারুল ইসলাম জোসেফসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×