‘বাংলাদেশকে কি আরেকটা গাজা বানাতে চাচ্ছে?’
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৩:৩৩ পিএম, ১৩ মে ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশকে নিয়ে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। মানবিক করিডোর নিয়ে কেউ কিছু জানে না। বাংলাদেশকে কি আরেকটা গাজা বানাতে চাচ্ছে? কোন সিদ্ধান্ত নিতে চাইলে সবার মতামত নিয়ে নিতে হবে।
মঙ্গলবার (১৩ মে) তিনি সাংবাদিকদের এই কথা বলেন।
তিনি বলেন, গর্তে থেকে বেরিয়ে অনেকেই সংস্কারের তালিম দিচ্ছে অথচ আমরা অনেক আগে থেকেই সংস্কারের কথা বলেছি। সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, আমরা মালিকানা অন্য কাউকে দেইনি। জাতীয় ঐক্যমতের জন্য আমরা প্রস্তুত কিন্তু ঐকমত্য কোথায় আমরা জানতে পারছি না। কেউ যদি মনে করে মালিকানা পেয়ে গেছে, সিদ্ধান্ত নেবে তা হবেনা। শেখ হাসিনা কিছু কিছু স্বৈরাচার তৈরি করে গেছে।
তিনি আরও বলেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কোন বিনিয়োগকারী বিনিয়োগ করবেনা। বিনিয়োগকারীদের একটাই শেষ প্রশ্ন- নির্বাচন কবে।
বিএনপির এই নেতা বলেন, একটি ছোট গোষ্ঠী নিজেদের স্বার্থ রক্ষায় বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাবে সেটা হবেনা।